দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা

ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। বিক্ষোভকে ঘিরে হাইকমিশনের নিরাপত্তা বাড়ানো হয়, তবে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকমিশনের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শুরু হওয়া এই বিক্ষোভে শতাধিক মানুষ অংশ নেয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ব্যারিকেড ভাঙার ঘটনার পর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী সক্রিয় রয়েছে।

হাইকমিশন এলাকা সুরক্ষিত রাখতে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। পুলিশ ছাড়াও মোতায়েন করা হয় আধাসামরিক বাহিনীর সদস্যদের। জানা গেছে, ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামে এক যুবকের হত্যাকাণ্ডের ঘটনায় এই বিক্ষোভের ডাক দেওয়া হয়।

এ ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ফের ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে। পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে তার সঙ্গে সাক্ষাৎ করেন। মাত্র কয়েক মিনিটের সাক্ষাৎ শেষে হাইকমিশনার মন্ত্রণালয় ত্যাগ করেন।

এর আগে ১৪ ডিসেম্বরও প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল। সেদিন ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালানোর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং ভারত সরকারের সহযোগিতা চাওয়া হয়।

ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানায়, দিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশি মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছে।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা

Leave a Comment