১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছে ড. আসিফ নজরুল । ভূমিকা টিভি

বাংলাদেশে গত ১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন বলে দাবি করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, “গত ১৬ মাসে দেশে সবচেয়ে বেশি সাইবার বুলিং কার বিরুদ্ধে হয়েছে—আমার বিরুদ্ধে। চ্যালেঞ্জ করে বলছি। প্রথম চার মাসেই আমাকে লক্ষ্য করে চারটি ডেডিকেটেড ভিডিও বানানো হয়েছে।”

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘রাজনৈতিক দল, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক পলিসি ডায়ালগে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা ক্ষোভ প্রকাশ করে বলেন, “১৫ বছর আমাকে পাকিস্তানের দালাল বলা হয়েছে, আর এক রাতেই আমি ভারতের দালাল হয়ে গেলাম। বলা হলো—আমার আমেরিকায় বাড়ি আছে, পরিবার আগেই সেখানে চলে গেছে। ছয় মাস আগে প্রকাশ্যে চ্যালেঞ্জ দিয়েছিলাম—কেউ প্রমাণ করতে পারেনি। যারা এসব মিথ্যা ও অপপ্রচার চালিয়েছে, সেই মিথ্যুক ও বদমাইশদের বিরুদ্ধে কি কেউ কিছু বলেছে? এর চেয়ে বড় সাইবার বুলিং আর কী হতে পারে? যে মানুষের জীবনে সততাই সবচেয়ে বড় অহংকার, তার বিরুদ্ধে এভাবে পরিকল্পিত ক্যাম্পেইন চালানো হয়েছে।”

জুলাইয়ের মামলাগুলোতে জামিন প্রসঙ্গে নিজের সম্পৃক্ততা নেই দাবি করে তিনি বলেন, “জুলাইয়ের ঘটনাগুলোতে যত জামিন হয়েছে, তার ৯০ শতাংশই হয়েছে হাইকোর্ট থেকে। হাইকোর্টে যদি কোনো ভুলভাবে জামিন দেওয়া হয়ে থাকে, তার দায় বিচারকের। অনেক বিচারকই আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে নিয়োগপ্রাপ্ত ছিলেন। তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে প্রধান বিচারপতির। এখানে আইনমন্ত্রীর কিছু করার সুযোগ নেই। আমি কি হাইকোর্টের বিচারককে সরাতে পারি?”

তিনি আরও বলেন, “হাইকোর্টের বিচারক জামিন দিলে আমি কি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি? অন্যায়ভাবে জামিন দিলে সেটি বিচারকের দায়, আর বিচারকদের নিয়ন্ত্রণকারী হলেন প্রধান বিচারপতি। তাহলে প্রধান বিচারপতিকে কেন প্রশ্ন করা হয় না? অথচ হাইকোর্টে দেওয়া সব জামিনের দায় আমার ওপর চাপানো হচ্ছে। সত্যিই যদি এসব বন্ধ করতে চান, তাহলে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে কথা বলেন না কেন?”

রাজনৈতিক উদ্দেশ্যে তার ওপর দায় চাপানো হচ্ছে মন্তব্য করে আসিফ নজরুল বলেন, “এই দায় দেওয়ার পেছনে দুটি কারণ আছে। এক—ভিউ বাড়ে, ব্যবসা ভালো হয়, মনিটাইজেশন হয়। আসিফ নজরুলের নামে একটু গালি দিলে কিছু টাকা আসে। আর দুই—এর পেছনে একটি বিশেষ রাজনৈতিক এজেন্ডা আছে। আসিফ নজরুলকে দুর্বল করতে পারলে সেই এজেন্ডা বাস্তবায়ন সহজ হয়।”

শেষে সবাইকে আত্মসমালোচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ইসলাম ধর্মে আত্মসমালোচনাকে বড় গুণ হিসেবে দেখা হয়। আসুন, আমরা সবাই আত্মসমালোচনা করি। একে অপরের মতামত, সীমাবদ্ধতা ও শক্তিমত্তা বোঝার চেষ্টা করি। এভাবেই এগোলে ধীরে ধীরে আমরা সংস্কারের পথে অগ্রসর হতে পারব।”

১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি আমি: আসিফ নজরুল
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি আমি: আসিফ নজরুল

Leave a Comment