কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকায় সুলতানা আফনান (৮) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। সে স্থানীয় হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সকালে বাড়ির উঠানে খেলাধুলা করার সময় আফনানের মাথায় গুলি লাগে। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়।
শিশুটির দাদা আবুল হাশেম জানান, বেলা সাড়ে ১২টার দিকে আফনানের অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
